কেমন আছেন আপনারা সবাই, আশা করি ভালোই আছেন।
আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে Corrupted পেনড্রাইভ, মেমোরি কিভাবে ঠিক করা যায়। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাই। প্রথমে আপনার উইন্ডোজের START এ কিল্ক করে RUN এ গিয়ে cmd লিখে enter চাপুন। নিচের ছবির মত করে ।
তারপর Command Prompt চালু হবে।এখন আপনার স্বাদের কম্পিউটারে Corrupted পেনড্রাইভ বা মেমোরি লাগান। ১ নং ধাপ - এখন প্রথমে টাইপ করুন একসাথে ( diskpart ) তারপর enter চাপুন।
২ নং ধাপ - অবার টাইপ করুন ( list disk ) এখন আপনার ড্রাইভ শো করবে। দেখুন আপনার Corrupted পেনড্রাইভ, মেমোরির ড্রাইভ কোনটা ।
৩ নং ধাপ - যদি disk 1 বা disk 2 হয় তাহলে যথাক্রমে ( select disk 1 বা select disk 2 ) টাইপ করুন এবং enter চাপুন।
৪ নং ধাপ - এখন ( clean ) লিখে enter প্রেস করুন।
৫ নং ধাপ - টাইপ করুন ( create partition primary ) লিখে enter প্রেস করুন।
৬ নং ধাপ - টাইপ করুন ( active ) লিখে enter প্রেস করুন।
৭ নং ধাপ - টাইপ করুন ( select partition 1 ) লিখে enter প্রেস করুন। ( আপনার ড্রাইভ অনুয়ায়ী আগেই বলেছি যথাক্রমে)
৮ নং ধাপ - টাইপ করুন ( format fs=fat32 ) লিখে enter প্রেস করুন। আপনি চাইলে fat32 এর বদলে ntfs ফরমেটে ফরমেট দিতে পারেন। ব্যাস আপনার কাজ শেষ এখন Corrupted পেনড্রাইভ বা মেমোরি ফরমেট হতে থাকবে। 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। 100% হলে Successfully দেখাবে এখন ( exit ) লিখে enter প্রেস করলে Command Prompt বন্ধ হবে । এখন My computer ওপেন করে দেখুন ঠিক হয়ে গেছে।
যদি তবুও না পারেন বা কারো অসুবিধা হলে নিচের স্ক্রিনশট ও cmd কোড আপলোড করে দিলাম txt ফাইলে ।ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
0 comments:
Post a Comment
Thanks For Your Comment.